কৃষ্ণ গহ্বর

 কৃষ্ণ গহ্বর

শুন্য মনে হয় দিন শেষে
এক গভীর কৃষ্ণ গহ্বর ঘ্রাস করে নেয় প্রতিক্ষণ, 
সব অর্থ মলিন হয়ে কিছু শব্দ পরে থেকে
সুরেরা অসুরের ন্যায় নিজ মনে বাজে ছন্দছাড়া 
রাম নাম মরা মরা  হয়ে যায় যেখানে
কঙ্কাল ও পচে গেছে চোখের আড়ালে।
সেখানে নেই আর কিছু ইট মাটি ছাড়া 
বড় বঠ গাছও জন্মায়না আর সেখানে
কিটনাসকে বিষে গেছে উর্বর মাটিটাই
পচা গলা মন ছাড়া সেখানে স্থান পাবে আর করা?
করা যেন একদিন একসাথে বসে দূরের নক্ষত্র পানে চেয়েছিল
কার যেন দুটো ঠোঁটে একে অন্যকে আগলে রেখেছিলো,
তারা চলে গাছে বহুদূর আজ নিজেদের ছেড়ে 
কত দিন হলো কেও খোঁজ রাখেন  কারো জানি।
কত কথা বলা শেষেও বাকি ছিল কত কথা,
কত বাকি কথা না বলেও বলা ছিল শেষ কথা,
কথা শেষে শেষ দেখা চোখ এ চোখ রেখে,
এভাবেই কত অনুভূতি নষ্ট হয়ে যায়।
সময়ের অন্তরালে কখনো কখনো.
তাই এপ্রিল এর দাবদাহে ভালোই আছি হয়তো আজ মাটিতে মিশে।

Post a Comment

Previous Post Next Post

Contact Form